শুক্রবার, ২০ মে ২০২২, ১১:৫০ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালী বাজারের ব্রিজের কাছে বাস-মাইক্রোর সংঘর্ষে এক প্রসূতি নারীসহ ৭ জন মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার বিকাল ৩টায় সুবিদখালী থেকে বরগুনাগামী যাত্রীবাহি মাইক্রোর সঙ্গে বরগুনা থেকে বরিশালগামী দোয়েল পরিবহনের একটি বাসের ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দুখালী বাজারে অবস্থিত ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন মো. জিয়াউল করিম বলেন, দুর্ঘটনার সময় উভয় চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। একইসঙ্গে বৈরী আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারালেওই সংঘর্ষ ঘটে।