রবিবার, ২২ মে ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক:: রাখাইনে রোঙ্গিাদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযানে মিয়ানমারের বিরুদ্ধে পরিকল্পিত ও সমন্বিত নৃশংসতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
দেশটির সরকারি গবেষণায় জানা গেছে, রোহিঙ্গাদের ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নৃশংসতায় মিয়ানমারের সেনাবাহিনী সুপরিকল্পিত ও সমন্বিত অভিযান চালিয়েছে।
রোহিঙ্গা গণহত্যা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদন সোমবার প্রকাশিত হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা ও নিষেধাজ্ঞা আরোপের ন্যায্যতা হিসেবে দেশটি এসব তথ্য ব্যবহার করতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
কিন্তু মার্কিন প্রতিবেদনে রোহিঙ্গা বিরোধী নৃশংসতাকে গণহত্যা কিংবা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেনি। দেশটির কর্মকর্তারা বলেন, এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বিতর্ক রয়েছে, যে জন্য প্রতিবেদনটি প্রকাশে মাসখানেক দেরিও হয়েছে।