রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৭ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: আসন্ন নির্বাচনে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ওই আসনে আমার ভাইসহ তিনজনের নাম রয়েছে। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাস উদ্দিন ও মেজবাহ উদ্দিন সিরাজ এগুলো ইউজলেস নেম। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফারের সঙ্গে আলোচনা শেষে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আগামী ইলেকশন নিয়ে বৈঠকে আলোচনা করার কিছুই ছিল না। সরকার পরিবর্তন হলেও বিদেশি এজেন্সিগুলোর সঙ্গে সম্পর্ক পরিবর্তন হয় না। আমরা আশা করি, নির্বাচনে জয়ী হব।
নির্বাচনের পর কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, ওয়েল আই ইউল নট বি ডেড। ইলেকশনে তো কাজ করবই। প্রার্থী হচ্ছি না।
আমার আসনে অনেকের নাম শোনা যাচ্ছে, তা তো হবেই।
সিলেট-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী তিনজনের নাম শোনা যাচ্ছে বলে সাংবাদিকরা জানালে মুহিত প্রশ্ন করেন, আমার ভাই মোমেন (একেএ মোমেন), সিরাজ (মিজবাহ উদ্দিন সিরাজ) এবং আর কে?
অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিনের নামও আলোচনায় আসছে- সাংবাদিকরা জানালে অর্থমন্ত্রী বলেন, এগুলো ইউজলেস নেইম।