বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৯ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করা ও নানা সময়ে যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাঈদুর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্কুলটির ছাত্রী ও অভিভাবকরা।
সোমবার (১ অক্টোবর) বেলা ১১ দিকে এই ঘটনা ঘটে।
পরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদুর রহমানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহারিয়ার রহমান এ সাজা দেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সাঈদুর রহমান বাবুল ছাত্রীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করতেন। নানা কুপ্রস্তাব ও অশালীন মন্তব্যও করতেন এই শিক্ষক। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদারকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে আবারও শিক্ষার্থী-অভিভাবকরা অভিযোগ জানালে প্রধান শিক্ষক উল্টো তাদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এ সময় তিনি সাঈদুর রহমান বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উল্লেখ করে অভিযোগ জানাতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নেন।
বিষয়টি জানাজানি হলে সোমবার ছাত্রীরা ক্লাস বর্জন করে এবং ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অভিভাবক ও শিক্ষার্থীরা সাইদুর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইভটিজিংসহ নানা অভিযোগ করে আসছিলেন অভিকবাবক ও শিক্ষার্থীরা। সোমবার অবরুদ্ধ সাইদুর রহমানকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার এক বছরের কারাদণ্ড দেন।ৃ