মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:১৩ অপরাহ্ন
মৃদুভাষন ডেস্ক :: জাতীয় লিগের প্রথম রাউন্ডের প্রথম ইনিংসে আরিফুল হকের ডাবল সেঞ্চুরিতে রংপুরে সংগ্রহ ৫০২ রান। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে রংপুর।
দলের হয়ে সর্বোচ্চ ২৩১ রান করেন আরিফুল হক। তার সেঞ্চুরিটি ২১টি চার ও ৪টি ছক্কায় সাজানো। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাঈম ইসলাম। সোহাগ গাজীর শিকারে পরিণত হওয়ার আগে ১৯২ বলে ১০ চার ও এক ছক্কায় ৯২ রান করেন নাঈম। এছাড়া ৬২ রান করেন ওপেনার জাহিদ জাভেদ।
টার্গেট তাড়া করতে দ্বিতীয় দিনের খেলা শেষে বরিশালে সংগ্রহ ৯১ রান। ২৪ রান করে ফেরেন শাহরিয়ার নাফীস। ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন রাফসান আল মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল-রংপুর বিভাগ
রংপুর প্রথম ইনিংস: ৫০২/১০ (আরিফুল ২৩১, নাঈম ইসলাম ৯২, জাহিদ জাভেদ ৬২, সোহরাওয়ার্দী শুভ ৪৫; সোহাগ গাজী ৩/১৪২, মনির হোসেন ৩/১২৮, কামরুল ইসলাম ২/৯৪)।
বরিশাল প্রথম ইনিংস: ৯১/১ (শাহরিয়া নাফীস ২৪, মাহমুদ ৫৩*, ফজলে মাহমুদ ১২*)।