মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:০৩ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: বিশিষ্ট লেখক , নাগরী গবেষক ইটাউরী গ্রামের কৃতি সন্তান মোস্তফা সেলিমের সম্মানে আজ পূর্ব লন্ডনের মাইলেন্ড রোডে এক সংবর্ধনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। “ইটাউরী হেল্পিং হেন্ডস” আয়োজিত সভাটি সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় আব্দুস শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ইটাউরী গ্রামের আরেক কৃতি সন্তান নাট্যাঙ্গনের প্রিয় মুখ জনাব স্বাধীন খসরু। বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ক্লাবের উপদেষ্টা সাহাব উদ্দিন ও রহিম উদ্দিন। চান্দগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি সিরাজ উদ্দিন। মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান। গল্লাসাংন এসোসিয়েসনের পক্ষ থেকে আবুল কালাম ও লিয়াকত খান।
আরো বক্তব্য রাখেন জনাব আজিজুর রহমান ,দেলোয়ার হোসেন, সোহরাব হোসেন ও সালাউদ্দিন এনাম প্রমুখ।