1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ১৬ জুন ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন

নতুন এক সমস্যায় মাশরাফি, প্রাথমিক অবস্থায় টিউমারের মতো কিছু ধরা পড়েছে

মৃদুভাষণ ডেস্ক :: ইনজুরি সমস্যা নিয়ে এশিয়া কাপে একের পর এক ম্যাচ খেলে গেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা। পাকিস্তানের বিপক্ষে সেই দুর্দান্ত ক্যাচটা দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। সেই ক্যাচের কারণে আঙুলে চোট পেয়ে কিছু সময় মাঠের বাইরে ছিলেন অধিনায়ক।

দেশে ফিরলে আঙুলের অবস্থা নিয়ে জানতে চাওয়া হলে মাশরাফি জানান, ‘এখন পর্যন্ত এক্সরে করা হয়নি। তাই এখনই বলা সম্ভব হচ্ছে না’।

এক্সরে শেষে জানা গেল মাশরাফির কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। ঠিক হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। আঙুল ভাঙলেও নতুন এক সমস্যার সামনে এখন মাশরাফি। প্রাথমিক অবস্থায় পায়ে টিউমারের মতো কিছু ধরা পড়েছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।

যদিও ভারতের সঙ্গের ম্যাচে ওই জায়গায় বল লেগেছিল মাশরাফির। আগামী ১০ দিনের মধ্যে পায়ের ফোলা না কমলে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com