শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:০৮ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: সাকিব আল হাসানের চোট পাওয়া আঙুল আর কখনো শতভাগ ঠিক হবে না। গতকাল রাতে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে গণমাধ্যমকে এ কথা জানান সাকিব।
সাকিব জানান, নরম হাড়ের কারণে আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। সার্জারি করে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আনা যাবে।
তিনি জানান, ইনফেকশনটা তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। ইনফেকশন জিরো পার্সেন্টে না এলে অপারেশন করা যাবে না। ইনফেকশন সহ অপারেশন করলে তা বোনে চলে যাবে এবং পুরো হাত নষ্ট হবে।
ঘরের মাঠে বছরের শুরুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে পুনরায় সেই চোট আবার দেখা দেয়। চোট নিয়েই খেলেন এশিয়া কাপের প্রথম চার ম্যাচ। পাকিস্তানের সাথে অলিখিত সেমিফাইনালের আগে দেশে ফিরে আসেন সাকিব। অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে আঙুলের পুঁজ বের করা হয়।