বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৭:৩৩ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: বুলগেরিয়ায় চলমান ঘটনা নিয়ে ‘ডিটেক্টর’ নামে একটি টক শো’র সঞ্চালক খুন হয়েছেন।
শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর রুসের একটি পার্ক থেকে মারিনোভা ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ বছর বয়সী মারিনোভা বেসরকারী চ্যানেল টিভিএন টেলিভিশনের প্রশাসনিক পরিচালক ছিলেন।
তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিক মারিনোভার টক শোটি দেশটির শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দুর্নীতির অভিযোগ নিয়ে প্রচারিত হতো।
এদিকে টেলিভিশনে টক শো প্রচারের কয়েক দিনের মধ্যেই সঞ্চালক খুন হওয়ায় খুনের পেছনে টক শো কে দায়ি করা হচ্ছে।
এ কারণে টক শোতে আমন্ত্রিত দুই অতিথি সাংবাদিককে গ্রেফতার করছে বুলগেরিয়া পুলিশ।
তবে ঘটনা তদন্তনাধীন জানিয়ে এখনও এই খুনের সঙ্গে মারিনোভার পেশাগত কাজের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে পুলিশ।
গত ৩০ সেপ্টেম্বর টক শোটির সর্বশেষ পর্ব প্রচারিত হয়। সেই পর্বে ইউরোপীয় ইউনিয়নের তহবিলে দেশটির শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জালিয়াতির অভিযোগ অনুসন্ধান নিয়ে সাক্ষাৎকার প্রচারিত হয়।
রুসের আঞ্চলিক প্রসিকিউটর জর্জি জিওর্জিভ জানান, মাথায় আঘাত ও শ্বাসরোধের কারণে মারা গেছেন ভিক্টোরিয়া মারিনোভা। এখনও তার মোবাইল ফোন, গাড়ির চাবি, চশমা এবং পোশাকের একটি অংশ খুঁজে পাওয়া যায়নি।
পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদের মারিনভ বলেন, হত্যার আগে মারিনোভা ধর্ষণের শিকার হয়েছিলেন।