শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:১৬ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: * আপনার কাছে জন্মদিনের মানে কী?
** কোনো মানে নেই। একটি বছর চলে যাবে আরেকটি বছরের শুরু, এই তো। আর বিশেষ কিছু নেই। আগের মতো কোন পোশাক পরতে হবে, কোথায় যেতে হবে- এসব অনুভূতি এখন কাজ করে না। আর মোমবাতি জালিয়ে ফু দিয়ে আবার নেভানো, কেক কাটা
এসব আমার ভালো লাগে না। এটা আমাদের
সংস্কৃতিও নয়।
* তাহলে কি এবারের জন্মদিনে কোনো আয়োজন থাকছে না?
** না। আমার নিজের কোনো আয়োজন নেই। শুনেছি আমার ভক্তরা বেশ কিছু আয়োজন করবে। হয়তো সেখানে আমার থাকতে হবে। ইচ্ছা আছে আমার সন্তানকে নিয়ে বেড়াতে যাব কোথাও।
* এ দিনটি নিয়ে বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে?
** মনে পড়ে। তবে বলব না। তাছাড়া আগের
স্মৃতির কথা মনে করেও কোনো লাভ নেই। অতীত নিতান্তই অতীত।
* বর্তমানে কী কাজ হাতে আছে?
দেবাশীষ দা’র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির সিকোয়েন্সের শুটিং শেষ হয়েছে। এখন গানের শুটিং করছি। এছাড়াও আরও দুটি ছবির কথা চলছে, চূড়ান্ত হলে সবাইকে জানাব।
* এ ছবিতে আপনার চরিত্র কী ধরনের?
** ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছি। আগের ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদের সঙ্গে নতুন কিস্তির কোনো মিল নেই। আমার চরিত্র সম্পর্কে এ মুহূর্তে কিছু বলতে চাই না। দর্শক দেখেই তাদের মতামত জানাবেন। আমি চাই দর্শক হলে গিয়ে ছবি দেখবেন এবং তাদের সেই অপু বিশ্বাসকে আবারও ফিরে পাবেন।
* এফডিসি ও পরিচালক সমিতি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা নিয়ে আপনার অভিমত কী?
** আসলে এ নিয়ে আমার তেমন মতামত নেই। একটি সহজ বিষয়, কাজ না থাকলে নতুনদের এনেই বা কী লাভ? সবাই কাজ শিখে এলেই নিজেরা কিছু করে খেতে পারবে। এখানে এখন কাজের পরিধি কম অথচ শিল্পী বাড়ানো হচ্ছে- বিষয়টি কেমন তা সহজেই অনুমেয়।
* ভবিষ্যৎ পরিকল্পনা কী?
** যে কাজই করি না কেন যেন ভালো মতো করতে পারি। এ বিষয়টি মাথায় সব সময় থাকে। ভালো কাজ করে যেতে চাই।
হাসান সাইদুল