সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাখ্যান করে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠন।
আজ বুধবার রায় ঘোষণার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির ঘোষিত কর্মসুচিগুলো হলো, ১১ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৩ অক্টোবর সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ১৪ অক্টোবর দেশব্যাপী যুবদলের বিক্ষোভ মিছিল, ১৫ অক্টোবর সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, বিএনপি ১৬ অক্টোবর সারাদেশে কালো পতাকার মিছিল করবে। ১৭ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী মহিলা দলের মানববন্ধন, ১৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মানববন্ধন পালন করবে শ্রমিক দল।