বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৯:৫৪ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবার রাতে সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।
ওমরাহ পালন উপলক্ষে ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর দৈনিক কার্যসূচিতে কোনো কর্মসূচি রাখা হয়নি বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।