মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০১:৩০ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: রাজধানীর পুবাইলে চলছে শাকিব খান অভিনীত নতুন ছবি ‘একটু প্রেম দরকার’-এর শুটিং। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত মৃদুলা।
ছবিতে মায়া নামে মন্ত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করা এ নায়িকার সঙ্গেই শুধু প্রেম করেন না শাকিব, বুবলীর সঙ্গেও রয়েছে তার প্রেমের সম্পর্ক। শুটিংয়ের ফাঁকে শাকিব খান ও মৃদুলা এভাবেই ক্যামেরাবন্দি হন।
উল্লেখ্য, ছবিটির প্রথমে নাম ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। পরপর দুবার নাম পাল্টে শেষ পর্যন্ত ছবির নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’।
এর মাঝে নাম পাল্টে ‘কালপ্রিট’ রাখা হয়েছিল। কিন্তু তা চুড়ান্ত হয়নি। সব শেষে ‘একটু প্রেম দরকার’ নামটিই চূড়ান্ত করা হয় ছবিটির জন্য।
কেন এমন নাম বদল করা হলো জানতে চাইলে ছবিটির পরিচালক শাহিন সুমন বলেছিলেন, ‘গল্পের সঙ্গে নামটি বেমানান মনে হচ্ছিল। কালপ্রিট, ক্যাপ্টেনসহ বেশ কয়েকটি নামের প্রস্তাব এসেছে। সবকিছু থেকে আমরা এই নামটিই পছন্দ করেছি।’