শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন
বড়লেখা মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবা বিক্রির সময় পুলিশ আব্দুল আহাদ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে বড়লেখা পৌর শহরের বালুচর গ্রামের সামছুল ইসলামের পুত্র। এসময় পুলিশ তার কাছ থেকে ৪০পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় আব্দুল আহাদ সহ দুইজন কে আসামাী করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২০ অক্টোবর) রাত নয়টার দিকে বড়লেখা পৌর শহরের লাইটেস ষ্ট্যান্ডের পাশে ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ আব্দুল আহাদকে ৪০ পিস ইয়াবা সহ আটক করে। এ ঘটনায় উপ- পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে আব্দুল আহাদ (২০) ও কয়েছ আহমদ(২৫) নামের আরেক যুবককে আসামী করে মামলা দায়ের করেছেন। পলাতক কয়েছ আহমদ পৌর শহরের গাজিটেকা গ্রামের আব্দুল করিমের পুত্র বলেজানা গেছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেফতারকৃত আব্দুল আহাদকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।