1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ১৬ জুন ২০২১, ১১:০৫ অপরাহ্ন

সুবাসিত ভালোবাসা

ফাহমিদা লুমা

এইখানে, এই প্রিয় পথের বাঁকে
আমাদের পথচলা হোক আবারও শুরু
যেথা, ছাতিম ফুলের নির্যাস ঢেলে দেয়
শিশি শিশি আতর অগুরু ।।

নতুন এ পথে স্বাক্ষী হোক মধুকূপী ঘাস
শিশিরের জল ; কুয়াশার হিম
অদ্ভুত গন্ধ মাখা ফুল মেহেদী ও নিম
আতর সুবাসিত সপ্তপর্ণী ছাতিম ।।

কোজাগরী পূর্ণিমায় ভেসে যায় রাত
টুপটাপ শিশির হয় আরও নিবিড়
ছাতিমের ঘোর ঢেকে আনে ভোর
নিবিড় সান্নিধ্য হয় আরও গভীর ।।

তুমি ছুঁয়ে দিলে আমি ঝরে পড়ি
যেন শিশির সিক্ত শিউলি ফুল
ঘাসের শয্যায় ; আনত লজ্জায়
সুগন্ধি ছাতিম ; ঝরা বকুল ।।

(#এই ফুলগুলোর অসাধারণ সুগন্ধ আমাকে সবসময়ই তীব্রভাবে আকৃষ্ট করে। আমি বাগানে শুধুমাত্র তীব্র সুগন্ধির জন্য মেহেদী/মেন্দী এবং নিম গাছ লাগিয়েছি। যারা এই ফুলগুলোর তীব্র সুগন্ধি সম্পর্কে অবগত আছেন তারা তো জানেনই যারা অবগত নন কখনও সুযোগ পেলে দেখে নেয়ার অনুরোধ করছি । আর ছাতিম ফুলের সুগন্ধের কথা তো নতুন করে বলার কিছু নেই । মনে হয় কেউ যেন উপুড় করে শিশি শিশি আতর বাতাসে ঢেলে দিয়েছে । অগুরু সংস্কৃত শব্দ । আতর অর্থে ব্যবহৃত হয়।)


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com