মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে পাঁচ কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
আটক সজীব হোসেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।
শুক্রবার সকাল ৯টায় ভারতে পাচারের সময় মোটরসাইকেল ও স্বর্ণসহ তাকে আটক করা হয়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বারোপোতা সীমান্তে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে আটক করেন।
পরে তার দেহ তল্লাশি করে ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা বলে জানান তিনি।
আরিফুল হক জানান, সজীব হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।