মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:২৪ পূর্বাহ্ন
বিয়ানীবাজর(সিলেট) প্রতিনিধি :: বিয়ানীবাজার উপজেলার মাথিউরা খলাগ্রাম সড়কে এক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সড়কের নিরাপত্তা খুঁটির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান। সে মাথিউরা ইউনিয়নের খলাগ্রামের সৌদি প্রবাসী জামাল হোসেনের পুত্র এবং সিলেট কমার্স কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আব্দুর রহমান। বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের সাথে সংযুক্ত খলাগ্রাম-কান্দিগ্রাম সড়কে থাকা নিরাপত্তা খুঁটির সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল নিয়ে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে। তার মাথায় আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।