শনিবার, ০২ জুলাই ২০২২, ০৮:৫২ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: একের পর এক ম্যাচে হারতে থাকা বাংলাদেশের একটা সময় হাল ধরেন মাশরাফি বিন মুর্তজা। তার আগমনে বদলে যেতে শুরু করে দল। গেল কয়েক বছরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দল দুর্দান্ত ক্রিকেট খেলছে। ঘরের মাঠ কিংবা দেশের বাইরে। বাংলাদেশ লড়ছে শেষ বল পর্যন্ত।
বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি; বাংলাদেশ খেলছে ফেবারিটের মতো। গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলছে। আর এসব সাফল্যের পেছনে মহিরুহের ভূমিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা।