রবিবার, ০৭ মার্চ ২০২১, ০১:১৭ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: সিডনির আকাশ জমকালো, পুরো ব্যাংকসটোন শহর সেজেছে লাল সবুজ রঙে|
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের বছরের সেরা উৎসব বাংলাদেশ ফেস্টিভ্যাল শুরু হয়েছে সিডনির ব্যাংকসটাউন পল কেটিং পার্কে|
বাংলাদেশ ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়া ২০১৮ উৎসবের প্রধান অতিথি এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে বক্তব্য পাঠ করেন এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ শ্রাবন|
এই আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার নির্মাণ প্রতিষ্ঠান অস্ট্রাবিল্ড| প্রধান স্পনসর ব্যাংকসটাউন কেন্টারবুরি সিটি কাউন্সিল|
পুরো সিডনি সেজেছে নতুন সাজে, ব্যাংকসটাউন স্টেশন, লাকেম্বা স্টেশন, রক ডেল, মিন্টু এবং ব্ল্যাকটাউন শহরে বাংলাদেশ ফেস্টিভ্যালের বিশাল ব্যানার ভিনদেশিদের দৃষ্টি আকর্ষণ করে |
এনটিভি অস্ট্রেলিয়ার পাবলিক রিলেশন অফিসার সায়মন সারওয়ার এবং কণ্ঠশিল্পী আনিকার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় শনিবার বিকাল ৪টায়|
বাংলাদেশ ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়া উপলক্ষে বাণী দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দলীয় নেতা শর্টেন, স্বরাষ্ট্র মন্ত্রী, অভিবাসন মন্ত্রী, নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্লাডিস|
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন এবং ন্যান্সির পরিবেশনায় পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।