শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:২৬ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: মোহামেডানের গোলকিপার আহসান হাবিব বিপু মারা গেছেন, সোমবার রাতে এমন গুজব ছড়িয়ে পড়ে। ফোনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে বিপু জানান তিনি ঠিক আছেন। হাতের ওপর দিয়ে তার ধকল গেছে।
সোমবার ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এদিন দ্বিতীয়ার্ধে বসুন্ধরার কোস্টারিকার স্ট্রাইকার ড্যানিল কলিন্দ্রেসের সঙ্গে বল দখলের লড়াইয়ে বাঁ-হাতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বিপুকে।
অজ্ঞান অবস্থায় বিপুকে হাসপাতালে নেয়া হয়। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিপুর মৃত্যুর গুজব! গুরুতর আহত হওয়া বিপুর বাঁ- হাতের কনুইয়ের নিচে দুটো হাড়ই ভেঙে গেছে। পেশাদার ফুটবলে ফিরতে অন্তত তিন থেকে চার মাস সময় লাগতে পারে।