শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:২২ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) বেলা দুইটায় বড়লেখা পৌরশহরে এই অভিযান পরিচালনা
করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর বিভিন্ন ধারায় বৈশাখি রেস্টুরেন্টকে ৪০ হাজার, জনতা মিষ্টি ঘরকে ১৫ হাজার, উজানভাটি রেস্টুরেন্টকে ৫ হাজার, পুষ্প মিষ্টি ঘরকে ২ হাজার এবং গবিন্দাস রেস্টুরেন্টকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভবিষ্যতে যাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন না করা হয়, সেজন্য এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।’