1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:০৬ অপরাহ্ন

প্রভার বিয়ে!

মৃদুভাষণ ডেস্ক :: আজ সকালেই জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লন্ডন থেকে ফিরেছেন। ফেরার আগ মুহূর্তে তিনি জানতেন বাবা অসুস্থ। অথচ দেশে ফিরে দেখেন তারই বিয়ের আয়োজন করছে সবাই। তার অজান্তে আয়োজন করা হয় এই বিয়ের। বাস্তবে নয়, এভাবে দেখা যাবে প্রভাকে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com