রবিবার, ২৯ মে ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও মহামারী আকার ধারণ করেছে। নতুন করে ছড়িয়ে পড়া এ ভাইরাসজনিত রোগে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
নিহতদের অর্ধেকেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর বেনির বাসিন্দা। এখানে ৮ লাখ লোকের বসবাস। শহরটির মাত্র ২৫ হাজার বাসিন্দাকে ইবোলার প্রতিষেধক দেয়া সম্ভব হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলুঙ্গা গণমাধ্যমকে জানান, সশস্ত্র বিদ্রোহী গ্রুপের বাধার কারণে সরকারি টিকাদান কর্মীরা ঠিকমতো কাজ করতে না পারায় আবারও মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী এ ভাইরাসটি।
বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ চলা এ দেশটিতে গত সেপ্টেম্বরে সরকারি টিকাদান কর্মীরা বিদ্রোহীদের একাধিক হামলার শিকার হলে এ কর্মসূচি বন্ধ হয়ে যায়।