মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: আকস্মিক ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ও শরীয়তপুর-চাঁদপুরে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
সোমবার ভোররাত থেকে দুর্ঘটনা এড়াতে পদ্মা ও মেঘনা নদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে রাতে চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে। এছাড়াও শিবচরর কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে আছে কয়েকটি ফেরি। ঘাট এলাকায় দেখা গেছে পরিবহনের দীর্ঘ লাইন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ভোররাতে কুয়াশা বেড়ে গেলে পদ্মার দিকনির্দেশনামূলক বাতিগুলো অস্পষ্ট হয়ে আসে।
এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে ঘন কুয়াশার কারণে ভোররাত থেকে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, রাতে মেঘনা অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।