1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৫:০২ পূর্বাহ্ন

জেসিন্ডা

-কুতুব আফতাব

পৃথিবীতে এক নতুন অনুভূতির নাম জেসিন্ডা,
এক নতুন সম্প্রীতির নাম নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে অভিষেক হল এক নতুন সম্পর্কের,
সূচনা হল মানুষে মানুষে আত্মার আত্মীয়তার।
জানা গেল মানুষের হৃদয়ে আছে দাতব্য চিকিৎসালয়,
আছে জটিল কঠিন রোগের মুগ্ধ ঔষধালয়।
জেসিন্ডা খুলে দিয়েছে হৃদয়ের বন্ধ দরজা,
আলো হাওয়ায় সহজ হয়ে উঠেছে ভেতর বাহির।
কান্না দিয়ে কান্নার ঋণ শোধের সোনালী চুক্তি হল স্বাক্ষর,
জেসিন্ডা শিখালো বুকে টেনে বুকের অনল নেভানোর ম্যাজিক।
অজ্ঞ মানবতা লজ্জিত হও জেসিন্ডার বিশালতায়,
বিশ্ব নেতারা আজ গোলটেবিলে বসে ময়নাতদন্ত কর নেতৃত্বের।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com