1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৯:০৩ অপরাহ্ন

সীমান্তে পাকিস্তানি গোলায় ৬ ভারতীয় সেনা নিহত

মৃদুভাষণ ডেস্ক :: নিয়ন্ত্রণ রেখায় গোলাবিনিময়ে ছয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর সীমান্ত চৌকিতে গোলা নিক্ষেপ ছয় ভারতীয় সেনাকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

শুক্রবার দেশটির আন্তঃবাহিনী গনসংযোগ অধিদফতর (আএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় চিরিকত সেক্টরে বেসামরিক লোকজনকে বিনা উসকানিতে লক্ষ্যবস্তু বানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে এক নারী ও চারটি শিশুসহ ছয় ব্যক্তি আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শবনম(৩৫), নিশাহ(১৪), কাশান(১৩), আসিফা(১০), ফাইজান(৬)। এদের সবাই শারিয়ান গ্রামের বাসিন্দা। এছাড়া চাফার গ্রামের ২৮ বছর বয়সী শহিদ হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

গত ২ এপ্রিল ভারতীয় বাহিনীর গোলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া ভারতীয় সাত সেনা নিহত ও ১৯ জন আহত হয়েছেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com