1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন

সুন্দরবনের পশুর নদীতে কার্গোডুবি, নিখোঁজ ৩

মৃদুভাষণ ডেস্ক :: ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। এসময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পশুর নদীতে ‌‌‌‘এমডি হারদ্দা’ নামে ওই কার্গোটি ডুবে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, হঠাৎ প্রচণ্ড ঝড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই ‘এমডি হারদ্দা’ কার্গোটি ডুবে যায়।

এসময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় ডুবুরিরা তাদের সন্ধানে নদীতে নেমেছেন বলে জানান ওই বন কর্মকর্তা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com