1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ০৬:২০ অপরাহ্ন

আলিয়ার রেকর্ড ভাঙল জাহ্নবী

মৃদুভাষণ ডেস্ক :: প্রকাশ্যে এসেছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শাহিদ কাপুরের ভাই ঈশন খট্টরের সিনেমা ‘ধড়ক’ এর প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট। বক্স অফিসে জাহ্নবীর প্রথম সিনেমার প্রথম দিনের ব্যবসার পরিমান ৮.৭১ কোটি টাকা। সমালোচকরা বলছেন প্রথম দিনে ১০ কোটির কাছাকাছি ব্যবসা কোন অংশে কম নয়।

প্রথম সিনেমার ‘ওপেনিং ডে’র ব্যবসায় আলিয়াকে ছাপিয়ে গেলেন শ্রীদেবী কন্যা। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর ব্যবসার পরিমাণ ছিল ৮ কোটি। শুধু তাই নয়, বলিউডে প্রায় কম বেশি সমস্ত তারকার প্রথম সিনেমার থেকে বেশি ব্যবসা করেছে জাহ্নবীর ‘ধড়ক’। শুক্রবার মুক্তির পর শনিবার ও রবিবার ছুটির দিনগুলোতে এর ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন ফিল্ম সমালোচকরা।

এই সিনেমাটির রিভিউ করতে গিয়ে জাহ্নবী-ঈশানের ‘ধড়ক’-কে ৫ এর মধ্যে সাড়ে ৩ দিয়েছেন ফিল্ম সমালোচক তরুণ আদর্শ।

এমনকি আলিয়ার সিনেমা ‘রাজি’, যেটি কিনা ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে, সেই ‘রাজি’রও প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেছে ‘ধড়ক’। রাজির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৭.৫৩ কোটি টাকা। সেখানে ‘ধড়ক’-এর বক্স অফিস কালেকশন ৮ কোটি ছাড়িয়েছে প্রথম দিনেই।

সূত্র : জি নিউজ


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com