1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন

ক্যাটওয়াক করতে গিয়ে মডেলের মৃত্যু

মৃদুভাষণ ডেস্ক :: ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে গিয়ে এক পুরুষ মডেলের মৃত্যু হয়েছে। ব্রাজিলে সাও পাওলো ফ্যাশন উইকের সমাপনী দিনে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

২৬ বছরের ওই মডেলের নাম টালেস সোয়ারেস। আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। এতে ওই মডেলের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, এসপিএফডব্লিউ এইমাত্র মডেল টালেস সোয়ারেসের মৃত্যুর খবর জানতে পেরেছে। তিনি অকসা শো চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। শনিবার ফ্যাশন উইকের শেষ দিন হাঁটার সময় পড়ে যান।

ভিডিওতে দেখা যায়, ক্যাটওয়াক করার সময় হেঁটে দর্শকদের সামনে আসার পর ফিরে যাওয়ার সময় পড়ে যান সোয়ারেস। চিকিৎসকরা সেখানেই সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় তাকে উদ্ধারে নিরাপত্তা কর্মীরাও ব্যস্ত হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com