1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০২:১২ পূর্বাহ্ন

ফনির ছোবলে উড়িষ্যায় নিহত ৪

মৃদুভাষণ ডেস্ক :: অতিপ্রবল ঘূর্ণিঝড় ফনি শুক্রবার সকালের ভারতের উড়িষ্যার গোপালপুরে আঘাত হানার পর সেখান থেকে এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওডিসাসানটাইমসের খবরে এমন তথ্য পাওয়া গেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝড়টি দেশটির উত্তর-উত্তরপূর্ব দিকে অতিক্রম করা শুরু করেছে। এটি আগামী ছয় ঘণ্টার মধ্যেই দুর্বল হয়ে পড়বে বলে ভারতীয় আবহাওয়া অফিসের খবরে বলা হয়েছে।

কেন্দ্রপাড়া জেলার রাজনগর এলাকায় ঊষা বৈদ্য নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধা সকালে সাড়ে ৮টায় দেবেন্দ্রনারায়ণপুরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় নিহত হন।

এছাড়া পুরিতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তাদের একজনের বাড়িতে গাছ উপড়ে পড়লে নিহত হন। আর অন্যজনের ওপর ঝড়ো বাতাসে বাড়ির অ্যাজবেস্টস পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাক্ষীগোপাল জেলায় গাছ পড়ে ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com