বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১২:১৬ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্রী ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামী ইয়াকুব আলী ওরফে কাজল (২৬) নিহত হয়েছেন। নিহত কাজল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ২ জন সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে গাঁড়াডোব গ্রামের একটি বাঁশবাগানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, বহু কুকর্র্মের হোতা কাজল তার সঙ্গীদের নিয়ে এলাকায় ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। তাকে আটকের পর সঙ্গীদের কাছে অস্ত্র আছে এমন কথা স্বীকার করে সে। তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার রাত আড়াইটার দিকে তাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল গাঁড়াডোব গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা গুলি ছুঁড়তে ছুড়তে পালিয়ে যায়।
গাংনীতে ধর্ষণ মামলার আসামী আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মৃদুভাষণ ডেস্ক :: গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্রী ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামী ইয়াকুব আলী ওরফে কাজল (২৬) নিহত হয়েছেন। নিহত কাজল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ২ জন সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে গাঁড়াডোব গ্রামের একটি বাঁশবাগানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, বহু কুকর্র্মের হোতা কাজল তার সঙ্গীদের নিয়ে এলাকায় ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। তাকে আটকের পর সঙ্গীদের কাছে অস্ত্র আছে এমন কথা স্বীকার করে সে। তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার রাত আড়াইটার দিকে তাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল গাঁড়াডোব গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা গুলি ছুঁড়তে ছুড়তে পালিয়ে যায়।