1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ০৬:২১ অপরাহ্ন

ঈদে মিলন-ইশার বউ এলার্জি

‘বউ এলার্জি’ নাটকের দৃম্যে মিলন ও ইশা

মৃদুভাষণ ডেস্ক :: প্রথমবার একসঙ্গে নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও ইশরাত জাহান ইশা। নাটকের নাম ‘বউ এলার্জি’।

এরইমধ্যে পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য।

এ নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মিলন ও ইশা। নির্মাতা জানিয়েছেন নাটকটি ঈদের জন্য নির্মিত হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকের গল্প সুন্দর। ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।’

ইশা বলেন, ‘নাটকের গল্প অনেক মজার। বিয়ের পর বাসর রাত থেকে জামাই আমার কাছে আসতে পারে না। কী কারণে আসতে পারে না তা নিয়ে ঘটতে থাকে অনেক ঘটনা। আশা করি দর্শকরা নাটকটি পছন্দ করবেন।’

নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। এ নাটক ছাড়াও ইশা ঈদের জন্য নির্মিত আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে আনিসুর রহমান মিলন এবারের ঈদে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com