বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন
সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছে বাস চালক শামীম মিয়া। জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে সোনারগাঁ পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জের এক তরুণী মুন্সিগঞ্জের গজারিয়ার একটি কারখানায় কাজ করেন। পাশাপাশি কলেজে øাতক শ্রেণীতে পড়াশোনা করেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে ঈদের ছুটি কাটিয়ে সোমবার রাত ৯টায় তিনি গুলিস্তান বাসস্ট্যান্ডে পৌঁছেন।
এ সময় গজারিয়া পৌঁছানোর উদ্দেশ্যে স্বদেশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি সোনারগাঁয়ের মোগরাপাড়া পৌঁছানোর পর সব যাত্রী নেমে যায়। তরুণীটি যাত্রীদের সঙ্গে মোগরাপাড়ায় নামতে গেলে বাস চালক শামীম তাকে মেঘনা ঘাটে নামিয়ে দেয়ার কথা বলে আষাঢ়িয়ারচর এলাকায় নিয়ে যায়। এরপর শামীম মিয়া হেলপার নীরবকে ড্রাইভিং করার কথা বলে তরুণীকে পেছনের সিটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।